আটা, ময়দা, সুজির সাথে রং, সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে প্রসাধনী (ভিডিও)
আটা, ময়দা, সুজির সাথে রং আর সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে শ্যাম্পু, ফেসওয়াশ, ক্রিম, লোশনের মতো প্রসাধনী। সস্তা নানা উপাদান দিয়ে বানানো হচ্ছে তেল। যা দেদার বিক্রি হচ্ছে কোরিয়া, জাপান,ইংল্যান্ড ও আমেরিকার ব্র্যান্ডের আইটেম বলে। ক্রেতাদের অনেকে তা ধারণাও করতে পারেন না। চিকিৎসকরা বলছেন, এসব ব্যবহারে রয়েছে ক্যান্সারসহ নানান গুরুতর রোগের ঝুঁকি।
পাড়া-মহল্লার দোকান থেকে শপিং মল পর্যন্ত হাত বাড়ালেই মিলছে নামিদামি প্রসাধনী। মোড়ক দেখে বুঝার উপায় নেই আসল না নকল।
দেশি-বিদেশি বিখ্যাত সব ব্র্যান্ডের শ্যাম্পু, লোশন, হেয়ার কালার, ফেইসওয়াশ সবই তৈরি হচ্ছে কারখানায়। এসব পণ্য কিনে ঠকছেন ক্রেতারা।
অল্প বয়সে চুল পড়ে যাওয়া বা পাক ধরে যাওয়া ব্যক্তিদের দেয়া হচ্ছে নিরাশ না হওয়ার নিশ্চয়তা। কিন্তু, বাস্তব বড় নির্মম।
আটা ময়দা সুজি আর ক্ষতিকর রং দিয়ে বানানো প্রসাধানী প্রথমে তোলা হয় রাজধানীর চকবাজারে। পরে ছড়িয়ে দেয়া হয় গোটা দেশে।
নকল এসব পণ্য তৈরি হয় খুব নিখুঁতভাবে। দেখতে একদম আসলের মতোই।
উপ-পুলিশ কমিশনার, লালবাগ (গোয়েন্দা বিভাগ) মশিউর রহমান জানান, নকল প্রসাধনী বানানোর মূলহোতাদের ধরতে না পারলেও রাজধানীর কামরাঙ্গীরচর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রীসহ চক্রের সাত চুনোপুটিকে ধরেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান, হারুন অর রশিদ জানান, এসব প্রসাধনীতে ব্যবহৃত খালি বোতল, কৌটা সংগ্রহ করা হয় দেশের বিভিন্ন এলাকা থেকে। খালি মোড়কের চাহিদা বেশি থাকায় আমদানি করা হয় চীন থেকেও।
বিভি/রিসি
মন্তব্য করুন: