• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

করোনা টিকার ৪র্থ ডোজ দেয়ার সুপারিশ

প্রকাশিত: ১২:০৩, ৩০ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
করোনা টিকার ৪র্থ ডোজ দেয়ার সুপারিশ

করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।। বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়ে বলা হয় সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের চতুর্থ ডোজ আগে দেওয়া হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সরকারের লক্ষ্যমাত্রা ছিলো মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক শূন্য ছয় শতাংশ। 

গত বছরের শেষে দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজের অনুমোদন দেয় ইসরায়েল। ভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে সংক্রমিত হওয়ার হাত থেকে সুরক্ষিত রাখতে প্রাথমিকভাবে কেবল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার চতুর্থ ডোজ দেওয়া সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: