• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামায়াতের কর্মসূচি পালনে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৩০ মে ২০২৩

আপডেট: ১৪:৪০, ৩০ মে ২০২৩

ফন্ট সাইজ
জামায়াতের কর্মসূচি পালনে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

অনিবন্ধিত সংগঠন জামায়াত ইসলামের কোনো ধরনের কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইন্সটিটিউটে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

সোমবার দলটির চারনেতাকে আটকের পর ছেড়ে দেয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষ্যেই উস্কানীমূলক পরিস্থিতি করতে চাইছে। 

বিরোধী দলগুলো বিভিন্ন সভা-সমাবেশ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করছে। সরকার বাধা দিচ্ছে না বরং বিএনপি সভা-সমাবেশ শেষে আওয়ামী লীগ অফিসে হামলা করছে। নির্বাচন ঘনিয়ে আসার কারণে বিভিন্ন রাজনৈতিক দল উত্তেজনা তৈরির চেষ্টা করছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: