দখল-দূষণে অস্তিত্ব সংকটে কমলনগরের চরঠিকা খাল
দখল-দুষণে নালায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের কমলনগরের ফজুমিয়ারহাট বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া চরঠিকা খাল। খালের উপর স্থাপনা তৈরি হওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যাহত হচ্ছে খালের দু'পাশে থাকা এক হাজার হেক্টরের বেশি জমির চাষাবাদ।
দেখে বুঝার উপায় নেই এটি একটি খাল। লক্ষ্মীপুরের ফজুমিয়ারহাট বাজার অংশে থাকা খাল দখল করে তৈরি হয়েছে অবৈধ স্থাপনা। এতে অস্তিত্ব হারিয়ে গেছে খালটির।
সরকারিভাবে খননের পর চরঠিকা নামে পরিচিত খালের পানি দিয়ে চলতো ওই অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির কৃষি কাজ। এক সময় বর্ষায় বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন করা খালটি এখন অস্তিত্ব সংকটে। এ জন্য স্থানীয়রা দূষছেন প্রভাবশালীদের।
অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, শিগগিরিই উচ্ছেদ অভিযান চালানোর কথাও ।
স্থানীয় চাষিরা বলছেন, দখল-দূষণের হাত থেকে খালটিকে রক্ষা করা গেলে বাড়বে আমন উৎপাদন। বহু জমি আসবে বোরো চাষাবাদের আওতায়।
বিভি/রিসি
মন্তব্য করুন: