• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ মোংলা-পায়রা উপকূল অতিক্রম করছে

প্রকাশিত: ১৪:০৭, ১৭ নভেম্বর ২০২৩

আপডেট: ১৭:১৬, ১৭ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ মোংলা-পায়রা উপকূল অতিক্রম করছে

ঘূর্ণিঝড় 'মিধিলি'র অগ্রভাগ মোংলা-পায়রা উপকুল অতিক্রম করছে। সন্ধ্যা নাগাদ দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করবে এটি। সমুদ্র বন্দরগুলোকে ৬ ও ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মধ্যরাতের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্ন-চাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলিতে পরিণত হয়। এটি সন্ধ্যার পর মোংলা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। তবে, এতে আতিঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

সাগরে অবস্থানরত মাঝ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৬ থেকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, গতরাত থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী।

বিভি/টিটি

মন্তব্য করুন: