নদী দূষণ ও দখলদারদের আইনের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

ছবি: সংগৃহীত
নদী দূষণ এবং দখলদারদের আইনের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন।
বুধবার (৫ মার্চ) বিকালে সংগঠনটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ সংশোধনের বিষয়ে বৈঠকে বসে।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, আইনটি সংশোধন হলে ৫৪ হাজার নদী দূষণ ও দখলকারীকে নির্বাচনে অযোগ্য করা করা যাবে। নদী দূষণ অনেকটা কমে যাবে এতে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল বিভাগের মতামতের মাধ্যমে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়া হবে। এটি সংশোধনের জন্য সরকারের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: