ট্রাকের ধাক্কায় হাইওয়েতে হাতিশাবকের মৃত্যু, গাড়িতে মাথা ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে মা হাতি

ছবি: সংগৃহীত
হাইওয়েতে হাতিশাবকের মৃত্যুর পর মরদেহ ছেড়ে যেতে অস্বীকৃতি জানায় মা হাতি। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়, যা সবাইকে আবেগাপ্লুত করেছে। মায়ের ভালোবাসা নিঃশর্ত, হোক সে মানুষ বা প্রাণী। সম্প্রতি, এই মর্মস্পর্শী ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অ্যাথলেট এ. জে. পাইরো নামে একজন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, একটি মা হাতি তার মৃত শাবকের পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। শাবকটি একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারায়।
ঘটনাটি ঘটে মা দিবসে। মা হাতিটি তার মাথা ট্রাকের গায়ে ঠেস দিয়ে সারারাত ও পরদিন সকাল পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে ছিল। ভিডিওতে দেখা যায়, ভোর হতেই অনেক মানুষ হাতিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন, কারণ রাস্তায় গাড়ির দীর্ঘ সারি জমে যায়।
পোস্টে এ. জে. পাইরো লেখেন, ‘একটি মা হাতি তার সদ্য প্রাণ হারানো শাবকের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকের ধাক্কায় শাবকটি মারা যায়। চারদিকে হুলস্থুল চললেও শোকাহত মা হাতিটি সেই স্থান ছাড়তে রাজি হয়নি, যেখানে তার বাচ্চাটি শেষ নিঃশ্বাস নিয়েছিল। নিঃশব্দে চোখের জল ফেলছিল সে, এক বন্ধন আঁকড়ে ধরে রেখেছিল, যা মৃত্যুও ছিন্ন করতে পারেনি’।
বিভি/আইজে
মন্তব্য করুন: