৬ মিনিটের অন্ধকারে থমকে যাবে দিন! আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
প্রতীকী ছবি
দিনদুপুরে হঠাৎ নেমে আসবে রাত। সূর্য মিলিয়ে যাবে চাঁদের আড়ালে, আর কয়েক মিনিটের জন্য পৃথিবী ঢেকে যাবে রহস্যময় অন্ধকারে। ২ আগস্ট ২০২৭—দিনটি ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে।
এবারের সূর্যগ্রহণে সূর্য পুরোপুরি আড়াল থাকবে টানা ৬ মিনিট ২৩ সেকেন্ড—যা চলতি শতাব্দীতে আর দেখা যাবে না। দিনের আলো মুহূর্তেই বদলে যাবে সন্ধ্যার আবহে, অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হবে দিন না রাত—তা বোঝা নিয়েই।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রায় ৬ মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে। ইউরোপের বড় অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বহু দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশির ভাগ দেশ এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে।
এই বিরল গ্রহণের পূর্ণতা শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর চাঁদের ছায়া ছুটে যাবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব পেরিয়ে ইয়েমেন হয়ে সোমালিয়ার উপকূলে গিয়ে মিলিয়ে যাবে। এই সরু পথের দু’পাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা মিলবে আংশিক গ্রহণের।
চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় ২ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর উপর দিয়ে ছুটে চলবে। মরুভূমি হোক কিংবা নদীর পাড়, খোলা মাঠ বা শহরের ছাদ—যেখানেই থাকুক, মানুষ প্রত্যক্ষ করবে প্রকৃতির এই বিরল ও শ্বাসরুদ্ধকর দৃশ্য।
২০২৭ সালের এই সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, বরং এক জীবনে একবার দেখা যাওয়ার মতো অভিজ্ঞতা।
বিভি/এমআর



মন্তব্য করুন: