• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বায়ুদূষণে টানা ষষ্ঠ দিনের মত শীর্ষে রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ১২:৫৫, ২৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বায়ুদূষণে টানা ষষ্ঠ দিনের মত শীর্ষে রাজধানী ঢাকা

বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহরে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। মাঝেমধ্যে ঢাকা উঠে আসছে এক নম্বরে। এবার বায়ুদূষণে টানা ষষ্ঠ দিনের মত শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর-৩৭২। গতকাল একই সময়ে স্কোর ছিলো ৩১৯। 

সাতদিনের মধ্যে শুধু গত মঙ্গলবার ঢাকাকে টপকে বাযুদূষণে শীর্ষে ছিলো উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ। বৃহস্পতিবার ২৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর। চতুর্থ স্থানে ভারতের রাজধানী নয়া দিল্লী। 

একিউআই স্কোর অনুযায়ী ১০০ থেকে ২০০ পর্যন্ত হচ্ছে ‘অস্বাস্থ্যকর’। আর একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়। যদিও ঢাকায় তা মানা হয় না। 

উন্নয়ন কাজ ও সেবাপ্রতিষ্ঠানের যথেচ্ছ খোঁড়াখুঁড়ির কারণে জনবহুল শহর রাজধানী ঢাকার বাতাসের মান এমন অস্বাস্থ্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2