• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আজও ভূকম্পন হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আজও ভূকম্পন হয়েছে বাংলাদেশ-ভারত সীমান্তে

ছবি: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি

এবার বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতের আসামে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৫৭ মিনিটে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের ভারতীয় অংশে এই ভূকম্পন হয়। 

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সকাল ৬টা ৫৭  মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ব্রহ্মপুত্র নদের বুকে আসামের দক্ষিণ সালমারা মানকাচর এলাকায়। এটি ৩.৭ মাত্রার ভূকম্পন ছিল। ভূমিকম্পটি মাটির ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ওয়েবসাইটের তথ্যমতে এই ভূমিকম্পটির কেন্দ্র বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শহর থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে ২৫৪ কিলোমিটার দূরে ছিল। 

এর আগে গত রবিবার সকাল ১০টা ১৯ মিনিটে আসামের কাছেই শেরপুর সীমান্তের ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে ৪.০ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। তার আগে শনিবার বিকেলে দুইট ভূমিকম্প হয় কক্সবাজার নিকটবর্তী মিয়ানমার সীমান্তে।

বিভি/কেএস

মন্তব্য করুন: