‘অতিসম্প্রতি ঢাকার কাছে হতে পারে আরও ভূকম্পন’
ছবি: প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ
শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা। মাত্র ৪ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আতঙ্কিত কয়েছে পুরো ঢাকাবাসীকে। এর আগে বৃহস্পতিবার ভূকম্পন হয়েছে বঙ্গোপসাগরেও। ভূমিকম্প ও দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই আরও ভূকম্পন হতে পারে ঢাকার আশপাশে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞ, ড. বিশ্বজিৎ নাথ বাংলাভিশনকে জানিয়েছেন, ব্রহ্মপুত্রকে ঘিরে যে টেকটনিক ফল্ট লাইনটি রয়েছে সেটি একটিভ দেখা যাচ্ছে। এটার কারণে আভ্যন্তরীণ ভূকম্পনের হার বাড়ছে। ঢাকা এবং তার আশপাশেও একটিভ ফল্টলাইন রয়েছে, ওইসব এলাকায় আরও ভূমিকম্পের শঙ্কা দেখা যাচ্ছে।
তিনি বলেন, বিগত সময়ে আমাদের দেশের নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে যে ভূমিকম্পের ইতিহাসগুলো আছে সেই অঞ্চলের টেকটনিক প্লেটও একটিভ আছে। আমার কাছে মনে হচ্ছে এই জিনিস রিএকটিভেশনের স্টার্টিং ফেইস। বড় ভূমিকম্পের দিকে আমাদের দেশ ঝুঁকে যাচ্ছে। আর একের পর এক ভবন নির্মাণ ও ব্যাপক পানি তুলে নেওয়ায় ঢাকা আন্ডারগ্রাইন্ডে পানি প্রতিনিয়ত কমে আসছে। এতে ঢাকার ভূমিকম্পঝুঁকি বাড়ছে।
ড. বিশ্বজিৎ নাথ আরও জানান, প্ল্যানেট স্কোপ স্যাটেলাইট থেকে প্রাপ্ত পূর্বাভাস অনুযায়ী আগামী ১০ বা ১২ মে নাগাদ নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া বা কুমিল্লা অঞ্চলে একটি ভূমিকম্পের শঙ্কা রয়েছে। এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ৫.০ থেকে ৫.৫ মাত্রায় সংঘটিত হতে পারে।
এই অঞ্চলটি ঢাকার কাছে হওয়ায় এই ভূকম্পনের প্রভাব ঢাকায় পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এই দুর্যোগ গবেষক।
বিভি/কেএস
মন্তব্য করুন: