`দেশে ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও দুর্নীতিয

ছবি: সংগৃহীত
দেশে ড্রাইভিং লাইসেন্স দেয়ার প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও দুর্নীতিযুক্ত বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
শনিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতি জানায়, বছরে সড়কে প্রাণ হারায় প্রায় ২৫ হাজার মানুষ। সড়ক দুর্ঘটনার কারণে জিডিপিতে ক্ষতি ৫ দশমিক ৩ শতাংশ।
সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশে ই-ট্রাফিকিং সিস্টেম চালু করা গেলে ৮০ শতাংশ দুর্ঘটনা কমে আসবে।
সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ১০ লাখ এবং আহত ব্যক্তিকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার যেনোতেন ভাবে মানুষের হাতে লাইসেন্স তুলে দিচ্ছে বলেও জানান মোজাম্মেল হক।
বিভি/টিটি
মন্তব্য করুন: