ইনার হুইল ঢাকা কসমো পলিটন ক্লাবের সভাপতি তারানা নাশিদ

গুলশান ক্লাবে আয়োজিত হয়েছে ইনার হুইল ঢাকা কসমো পলিটন ক্লাবের ৩৩তম অভিষেক অনুষ্ঠান। ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান তারানা নাশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক । বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনার হুইল বাংলাদেশ রিপ্রেজেন্টিটিভ নাইমা সাখাওয়াত সহ আরও অনেকে।
নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট তারানা নশিদ বলেন, ৩৩তম অভিষেক অনুষ্ঠানে ইনার হুইলের ১০০তম বর্ষে ক্লাব প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি গর্বিত। আমাদের এবারের লক্ষ্য হলো “Shine a light” অর্থাৎ প্রতিটা মানুষকে আলোকিত করা এবং মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের লক্ষ্য।
ক্লাবের সদস্যদের মাঝে গাছ,সার্টিফিকেট ও মেমেন্টো প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশন সেলাই মেশিন বিতরণ করে ।
ক্লাব ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহিনা রফিক বলেন, ইনার হুইলের ১০০তম বর্ষে আমাদের লক্ষ্য হলো গো গ্রীন ফর বেটার লাইফ। বাংলাদেশকে দূষণ ও অর্সেনিকমুক্ত করাই হবে আমাদের মূল কার্যক্রম।
ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিভি/টিটি
মন্তব্য করুন: