• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার

প্রকাশিত: ২২:৩১, ২৫ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্ট বৃহস্পতিবার

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে আয়োজন করা করেছে 'মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৩'। এতে অংশ নিচ্ছেন জাতীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আউটারে চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪টি দলে ভাগ হয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা মাঠে নামবেন। 

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাবেন ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ, এছাড়া অতিথি হিসেবে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রধান প্রতিবেদকসহ ডিজিটাল বিভাগের প্রধানগণরা উপস্থিত থাকবেন।

চারটি দল হলো, মেঘনা ভিক্টোরিয়ান্স, 'যমুনা ওয়ারিয়রস', 'পদ্মা ফাইটারস' ও 'কর্ণফুলি রয়েলস'।

চার দলের নেতৃত্বে আছেন, ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর আহাম্মদ, ডিবিসি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টারদের হাসিব পান্থ, বাংলাভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টারদের শুভ খান এবং মর্নিং টাইমস এর মাল্টিমিডিয়া রিপোর্টার শামিম আহমেদ।

উক্ত টুর্নামেন্টে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত আছে গাজী ওভারসিজ, কর্ণফুলী 'ক্রজ লাইন লি., মর্নিং টাইমস ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এ্যামকাবা লিমিটেড।

বিভি/টিটি

মন্তব্য করুন: