গাজায় সাংবাদিকদের হত্যার নিন্দা ডিকাবের

ছবি: ফাইল ফটো
ফিলিস্তিনের গাজায় সাংবাদিকদের টার্গেট করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব। গাজায় নিরীহ সাংবাদিকরা অহরহ লক্ষবস্তুতে পরিণত হচ্ছে। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ২৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। এসব হত্যকাণ্ডে পরিবারগুলো অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন।
এক বিবৃতিতে ডিকাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হত্যা করা জঘন্য অপরাধ ও কাপুরুষোচিত কাজ। বিশ্বকে অবশ্যই গাজায় নিরীহ সাংবাদিক হত্যার প্রতিবাদ করতে হবে।
জাতিসংঘের অধীনে গাজায় নিরীহ সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করে জড়িতদের শাস্তি দাবি করেছে সংগঠনটি। একইসাথে সাংবাদিক হত্যা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ডিকাব সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিভি/এমআর
মন্তব্য করুন: