সাংবাদিকদের ওপর হামলা: তীব্র নিন্দা অ্যাটকো’র

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভশন চ্যানেল ওনার্স-অ্যাটকো। এইসব ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্যাটকোর পরিচালক মন্ডলীর এক জরুরি সভা শেষে সংগঠনটির সভাপতি বলেন, আগামীতে যে দলের নেতা-কর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত ও বাধাগ্রস্ত হবেন এবং গণমাধ্যমের যানবাহন হামলার শিকার হবে সেই দলের বিরুদ্ধে অ্যাটকো অবস্থান নিতে বাধ্য হবে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করে একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দল সমূহকে দেশের গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে গণতান্ত্রিক নীতিমালা মেনে চলারও আহ্বান জানিয়েছে অ্যাটকো।
বিভি/রিসি
মন্তব্য করুন: