• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্লারিওন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২০:২৫, ২৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ক্লারিওন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর পুরস্কার বিতরণ

ইংলিশ ম্যাগাজিন ক্লারিওন কল কর্তৃক আয়োজিত, ক্লারিওন কল ম্যাথ অলিম্পিয়াড '২৪ এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

গত ৯ মার্চ আয়োজিত অলিম্পিয়াডে ইংলিশ মিডিয়ামের প্রায় ৬০০ শিক্ষার্থীঅংগ্রহণ করে। তিনটি গ্রুপে ১৫ জন করে ৪৫ জনকে পুরস্কার প্রদান করা ছাড়াও অলিম্পিয়াডে অংগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কোরিয়ান এম্বাসেডর মোস্তফা কামাল, ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির সাবেক ভিসি মিলান প্যাগান, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. নেসার ইউ আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রো ভিসি আব্দুর রহমান, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল কর্নেল আফজাল হোসাইন, ধানমন্ডি ওয়ার্ডব্রীজ স্কুলের প্রিন্সিপাল রুহী ফেরদৌস। 

ক্লারিওন কলের এডিটর কর্নেল আশরাফ আল দীন, এক্সিকিউটিভ এডিটর শাহেদ আকরাম মুসান্না, বিভিন্ন ব্রাঞ্চের রিপ্রেজেন্টেটিভসহ ভলান্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইংলিশ ম্যাগাজিন ক্লারিওন কল বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে৷ প্রতিষ্ঠার পর এটিই ক্লারিওন কলের আয়োজনে প্রথম ম্যাথ অলিম্পিয়াড।

এই বছরের ন্যায় প্রতি বছর ম্যাথ অলিম্পিয়াড আয়োজন করবে বলে শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রতি ব্যক্ত করে, শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ করে পৃথিবী সেরা ম্যাথমেটিশিয়ান হওয়ার আহ্বান জানান ক্লারিওন কলের এডিটর কর্নেল আশরাফ আল দীন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2