• NEWS PORTAL

  • শনিবার, ২২ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দীর্ঘ ১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৩:৪৩, ১২ মে ২০২৪

আপডেট: ১৫:৩৮, ১৪ মে ২০২৪

ফন্ট সাইজ
দীর্ঘ ১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা

ছবি: সভাপতি মোঃ জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের ১৬৬ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

মঙ্গলবার (৭ মে )  এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে মো. জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ- সভাপতি পদে মো. শাকিল আহম্মেদ সেতুসহ ৪০জন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ন কবির সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বঙ্কিম চন্দ্রসহ ৫০জন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম খাঁন সহ ২৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল মাহমুদ, সহ- সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন ভুইয়া সহ ৮ জন, প্রচার সম্পাদক পদে মো. আদিল হোসেন দিদার, সহ- প্রচার সম্পাদক পদে মো. আল আমিন অন্তর সহ ৩ জন, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, সহ- দপ্তর সম্পাদক পদে মো. শাকিল হোসেন ইমরান নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, সমাজ সেবা সম্পাদক পদে মো. তামিম ইসলাম আদর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আকবর হোসাইন, পাঠাগার সম্পাদক মো. রুচি মাহমুদ বাধন, ক্রীড়া সম্পাদক পদে মো. আলামিন অন্তর, সহ- ক্রীড়া সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মো. আবির,নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. জে এন আব্দুল্লাহ, সহ- নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. সাবিয়র রহমান জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. আল আসি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. আতিকুর রহমান এবং সদস্য পদে মো. সুমন মিয়া সহ ২১ জন নির্বাচিত হয়েছেন।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ ১৭ বছর ধরে তোড়জোড় চললেও, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা সম্ভব হয়নি। অবশেষে এই  পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১বছর আগেও একটি আহবায়ক কমিটি দেওয়া হয় ৮ জনের।

বিভি/রিসি

মন্তব্য করুন: