• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাহবাগে সাংবাদিকদের উপরে হামলায় বিজেসি`র তীব্র নিন্দা

প্রকাশিত: ২৩:০৮, ১১ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
শাহবাগে সাংবাদিকদের উপরে হামলায় বিজেসি`র তীব্র নিন্দা

রাজধানীর শাহবাগে সাংবাদিকদের উপরে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজেসি। বৃহস্পতিবার (১১ জুলাই) শাহবাগে কোটা বিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় সময় টিভির সহযোগী জেষ্ঠ্য রিপোর্টার ত্বোহা খান তামিম, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সামছুল আরেফিন প্রিন্স, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সুমন সরকার, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সালাউদ্দিন আল মামুন আহত হন। 

বিজেসি বলছে, প্রতিনিয়তই পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগের ও নিন্দনীয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের কাছে থেকে এরকম সন্ত্রাসী কর্মকান্ড সাংবাদিক সমাজ প্রত্যাশা করে না।

বিজেসি মনে করে, সাধারণ শিক্ষার্থীরা হামলার সাথে জড়িত নন। এ ধরণের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া পেশাজীবী সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবেনা বলে মনে করে বিজেসি'র চেয়ারম্যান ও সদস্য সচিব।

উক্ত ঘটনায় বিজেসি উদ্বেগ, নিন্দা ও  দোষীদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: