• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

প্রচেষ্টা’র ভ্রাম্যমাণ শপিংমলে ‘দশ টাকায়’ মিলছে নতুন জামা

প্রকাশিত: ২৩:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রচেষ্টা’র ভ্রাম্যমাণ শপিংমলে ‘দশ টাকায়’ মিলছে নতুন জামা

ছবি: প্রচেষ্টা ফাউন্ডেশনের ভ্রাম্যমাণ শপিংমল

ফেনীর বন্যাকবলিত এলাকায় নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে নতুন জামাকাপড়। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে ট্রাকে করে ভ্রাম্যমাণ শপিংমলের মাধ্যমে ফেনীর বিভিন্ন উপজেলা ঘুরে শাড়ি, লুঙ্গি, মেক্সি, শার্ট, টিশার্ট এবং বাচ্চাদের নতুন জামা বিক্রি করছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। 

ভ্রাম্যমাণ এই শপিংমলে মাত্র ১০ টাকায় পাওয়া যাচ্ছে টিশার্ট, লুঙ্গি ও বাচ্চাদের নতুন জামা। এছাড়া ২০ টাকায় পাওয়া যাচ্ছে শার্ট, মেক্সি। আর মাত্র ৩০ টাকায় পাওয়া যাচ্ছে শাড়ি। প্রচেষ্টা ফাউন্ডেশনের পরিচালক মো. নাজমুল হাসান জানান, ফেনীর ৩ উপজেলায় ৩ দিন ধরে চলছে এই কার্যক্রম, যা কালও চলবে।

আজিমুর রোকিয়া রহমান ট্রাস্টের অর্থায়নে বন্যাকবলিত এলাকার মোট ১০ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে নতুন এসব জামাকাপড়। 

প্রচেষ্টা ফাউন্ডেশনের ফাউন্ডার ও সাধারণ সম্পাদক ইকরাম উদ্দিন আবির বলেন, ‘সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখেই নামমাত্র মূল্যে বিক্রি করা হচ্ছে এসব কাপড়। যাতে তারা এসব কাপড় নিতে সংকোচ বোধ না করেন।’

এই উদ্যোগে প্রচেষ্টা ফাউন্ডেশনকে সহযোগিতা করছে আমরাই আগামী, ইয়ুথনেট গ্লোবাল, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, প্রয়াস ও ইকো রেভ্যুলেশন নামের আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2