ঢাকা লেডিস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ঢাকা লেডিস ক্লাব।
শুক্রবার (১৭ মার্চ) অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মিসেস আনিসা হক।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক মিসেস মনোয়ারা তাহির জাতির পিতার জীবন বৃত্তান্ত ও আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন।
পাশাপাশি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন দর্শন ও শিশুদের স্বপ্নপূরণের প্রতিপাদ্য নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন দর্শন যথাযথভাবে অনুসরণ ও আগামী প্রজন্মের মধ্যে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন, যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন সভাপতি গুলশান আনোয়ারা হক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রফেসর শবনম সুলতানা। বীর মুক্তিযোদ্ধ গুলশান আনোয়ারা হকের আগুনঝরা বক্তব্য ও মুক্তিযুদ্ধের জ্বলন্ত উদাহরণগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করেছে।
অনুষ্ঠানে ঢাকা লেডিস ক্লাবের দ্বারা পরিচালিত কুসুমকলি স্কুলের শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: