• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জাফরুল্লাহ চৌধুরীকে আজীবন গুনীজন সন্মাননা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
জাফরুল্লাহ চৌধুরীকে আজীবন গুনীজন সন্মাননা 

মুক্তিযোদ্ধা ও চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীকে আজীবন গুনীজন সন্মাননা দিয়েছে দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর। মুক্তিযুদ্ধের প্রকৃত স্বপ্ন বাস্তবায়নে সমাজ নির্মাণে নিরলস লড়াইয়ের জন্য তাকে পুরস্কার দেয়া হয়। 

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় তেজগাঁওয়ের টাইমস মিডিয়া লিমিটেডের ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংর্বধনা দেয়া হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, দেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের অনেক চাওয়াই এখনো পূরন হয়নি। এখনো দেশের ধনী শ্রেনীর একটি অংশ টাকা পাচারে ব্যস্ত তখন জাফরুল্লাহ চৌধুরীর মত মানুষ, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। 

বক্তারা বলেন, জাফরুল্লাহ শুধু মুক্তিযুদ্ধ করেই তার দায়িত্ব শেষ করেননি তিনি মানুষের সেবায় আত্ম নিয়োগ করেছেন। অনুষ্ঠানের শেষ মুহুর্তে কাপাকাপা গলায় সমাজ ও রাজনৈতিক সংকটের নানা দিক নিয়ে কথা বলেন জাফরুল্লাহ। 

বলেন, সমাজতন্ত্র ছাড়া এ জাতীর মুক্তি নেই। আয় অনুযায়ী ট্যাক্স দিতে হবে। ভোট যেন সঠিকভাবে হয়। এ নিয়ে কথা বলতে সবাইকে একদিন নির্ধারণ করার তাগিদ দেন জাফরুল্লাহ। বলেন, সংসদ সদস্য হাজী সেলিমকে জামিন দিলেও খালেদা জিয়াকে জামিন না দেয়া অন্যায়। 
 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2