টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের দু`দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন
দেশের ৬৪ জেলার প্রতিনিধিদের নিয়ে দু'দিনব্যাপী সম্মেলন আয়োজন করেছে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল বাংলাভিশন। প্রথম দিনে অংশ নেন চার বিভাগের প্রতিনিধিরা।
প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। উদ্বোধনী ভাষণ দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ একে আনোয়ারুজ্জামান। উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমদ এফসিএ এবং পরিচালক আহসানুল বাশার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ডক্টর আব্দুল হাই সিদ্দিক।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কন্ট্রোলার ফিন্যান্স অ্যান্ড একাউন্টস এবং হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মোহাম্মদ আমজাদ আমিন। বর্তমান বাস্তবতায় টেলিভিশন মিডিয়ার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব তুলে ধরেন ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল। ডিজিটাল প্লাটফর্মের নিউজের ধরণ সম্পর্কে প্রতিনিধিদের ধারণা দেন ডেপুটি হেড অব নিউজ মাহফুজুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংবাদ উপস্থাপন সম্পর্কে ধারণা দেন সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ। ডিজিটাল স্টোরি টেলিং সম্পর্কে ধারণা দেন বাংলাভিশনের ডিজিটাল প্লাটফর্মের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল। সংবাদ পরিবেশনের বিষয়ে সংক্ষেপে জানান কান্ট্রি ডেস্কের ইনচার্জ শাফিন খান। সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইড লাইন সম্পর্কে বিস্তারিত জানান ডিজিটাল প্লাটফর্মের ইনচার্জ রিয়াজুল আলম রাব্বী।
দিনব্যাপী সম্মেলনের প্রথম সেশনে আরো উপস্থিত ছিলেন হেড অব ব্রডকাস্ট অ্যান্ড আইটি এ কে ফেরদৌস আহমেদ, হেড অব মার্কেটিং মাহমুদুল আলম খান, হেড অব প্রোগ্রাম তারেক আখন্দসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে, সম্মেলনে অংশ নেয়া প্রতিনিধিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ একে আনোয়ারুজ্জামান প্রতিনিধিদের হাতে সনদপত্র তুলে দেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: