• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না: জাফর ইকবাল

প্রকাশিত: ১৯:৩৫, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ২০:৪২, ১৬ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না: জাফর ইকবাল

কোটা সংস্কার আন্দোলনে ‘রাজাকার’ স্লোগানের প্রতিক্রিয়ায় আর কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যাবেন না বলে জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তার মতে ঢাবিতে গেলে শিক্ষার্থীদের দেখলেই তাদের রাজাকার বলে মনে হবে।

‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে দুই প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। সঙ্গে হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়েছে।

অধ্যাপক জাফর ইকবাল ওই চিরকুটে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, চিরকুটটি তারই লেখা। ওয়েবসাইটে সাদাসিধে কথা আর্কাইভে এটা পাওয়া যাবে। আর এই চিরকুটের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2