• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার আরও এক বুক শপে জাফর ইকবালের বই বিক্রি বন্ধের ঘোষণা

বাংলাভিশন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ০২:০২, ১৭ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
এবার আরও এক বুক শপে জাফর ইকবালের বই বিক্রি বন্ধের ঘোষণা

কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। এরপরই বাংলাবাজারের বই বিপণন কেন্দ্র ও অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম ‌‌'রংধনু বুক শপ'ও জাফর ইকবালের বই বিক্রির করবে না বলে ঘোষণা দিয়েছে।     

মঙ্গলবার (১৬ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে রংধনু বুক শপ বলে, 'আজ এই মুহূর্ত থেকে জাফর ইকবালের সকল বই রংধনু Bookশপ থেকে বিক্রি বন্ধ ঘোষণা করা হলো। আশা করি কোনো বিবেকবান পাঠক আমাদের কাছে তার বই চেয়ে আমাদের লজ্জা দেবেন না।'

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, ‘অনেকের মত আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মত আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

তারা আরও লেখে, ‘আমরা এই বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসাবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোন বই বুকস অফ বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।’

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’

জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে ভীষণ মর্মাহত হয়ে এই বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2