প্রতিষ্ঠাবার্ষিকীতে হেলথ ল্যাবস ডায়াগনস্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প
হেলথ ল্যাবস লিমিটেড তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়। স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে আয়োজিত এই ফ্রি ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের সেবা প্রদান করেন, যা স্থানীয় রোগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. রাশিদুল হাসান; নিউরো রোগ বিশেষজ্ঞ ডা. সুবির চন্দ্র দাস; নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান কামরুল; সহযোগী অধ্যাপক ডা. আবু সাঈদ; প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মার্লিনা রয়; হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আতিকুর রহমান; এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. রোকসানা খানম। তারা রোগীদের বিনামূল্যে পরামর্শ দেন এবং তাদের বিভিন্ন শারীরিক সমস্যার সঠিক চিকিৎসা নির্ধারণ করেন।
এছাড়াও, ক্যাম্পে আসা রোগীদের সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার উপর ২৫% ছাড় প্রদান করা হয়, যা তাদের চিকিৎসা সেবা গ্রহণকে আরও সহজ করে তোলে। দিনব্যাপী চলা এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং তারা হেলথ ল্যাবসের এ উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেলথ ল্যাবস লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানজিনা খান। তিনি তার বক্তব্যে বলেন, "গত ৮ বছর ধরে হেলথ ল্যাবস আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে আসছে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সেবার মান আরও উন্নত করতে বদ্ধপরিকর।" তিনি আরও বলেন, "রোগীদের প্রতি আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রদর্শন করে সেবা প্রদান করা আমাদের প্রধান লক্ষ্য।"
তিনি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধৈর্য ও মনোযোগের সাথে তাদের দায়িত্ব পালন করতে আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে একযোগে কাজ করার অনুরোধ জানান। হেলথ ল্যাবসের এ দীর্ঘ যাত্রায় রোগীদের আস্থা ও ভালোবাসা প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে প্রধান ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন।
এভাবে প্রতিষ্ঠানটি তাদের সেবার মান ধরে রেখে আগামীতেও দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিভি/রিআরা/এজেড
মন্তব্য করুন: