কিডনি দিয়ে প্রেমিককে বাঁচালেন প্রেমিকা, সুস্থ হয়ে ঘটালেন ন্যাক্কারজনক ঘটনা

নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে জীবন দেয়ার নজির পৃথিবীতে অসংখ্য আছে। আবার ভালোবাসার নামে বিশ্বাসভঙ্গের নজিরও নেহাত কম নয়। নিজের একটি কিডনি দিয়ে ভালোবাসার মানুষ বাঁচিয়েছিলেন এক তরুণী। পরে সুস্থ হয়ে ওই প্রেমিক উধাও হয়ে গেছেন।
সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ওই তরুণী নিজের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি জানিয়েছেন।
জানা গিয়েছে, কোলিন লি নামের মার্কিন ওই তরুণী অল্প বয়সেই ওই তরুণের প্রেমে পড়ে। হঠাৎ জানতে পারেন, তার ভালোবাসার মানুষটি একটি ক্রনিক কিডনির রোগে আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, ভয়াবহ ওই রোগ থেকে রক্ষা পেতে তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।
আরও পড়ুন: স্ত্রীর দেওয়া কিডনিতে জীবন বাঁচল স্বামীর
এমতাবস্থায়, চিকিৎসকরা জানান যে, ওই যুবতী তাঁর প্রেমিককে কিডনি দান করতে পারেন। আর তারপরেই ঘটে যায় সেই বিষ্ময়কর ঘটনা। প্রেমিকের জীবন বাঁচাতে আর কোনোকিছু না ভেবেই তিনি তাঁর একটি কিডনি দান করেন।
এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা। প্রেমিকার দেয়া কিডনিতে সুস্থ হয়েই রীতিমতো উধাও হয়ে যান ওই যুবক। আর এই ঘটনাতেই কার্যত স্তম্ভিত হয়েছেন সকলে। একটি সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তাঁর জীবনের এই কাহিনি সকলের সামনে উপস্থাপিত করেন ওই তরুণী।
কোলিন লি জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে আচমকাই আলাপ হয়েছিল। পরে তাঁরা একে অপরের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যখন কোলিন জানতে পারেন দ্রুত কিডনি পরিবর্তন না করলে তিনি মারাও যেতে পারতেন। এমতাবস্থায়, তিনি নিজেই কিডনি দান করার সিদ্ধান্ত নিয়ে সেটি সম্পন্ন করেন। এরপর তার সঙ্গে কিছু সময়ের জন্য লাস ভেগাসে বেড়াতে যান।
সেখান থেকে ঘুরে আসার পরই আর প্রেমিকের খোঁজ পাননি কোলিন। বিভিন্নভাবে চেষ্টা করেও ওই যুবককে আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, সুস্থ হয়েই তিনি কার্যত পালিয়ে গিয়েছেন।
পুরো বিষয়টি সামনে এসেছে “দ্য ডক্টরস” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। সেখানেই একটি সাক্ষাৎকারে পুরো বিষয়টি জানান কোলিন। এমতাবস্থায়, ওই ভিডিওটি দেখে অবাক হয়েছেন সকলেই। পাশাপাশি তরুণীর প্রতি সহানুভূতিও জানাচ্ছেন নেটিজেনরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: