• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১০ দিনে একবার গোসল করেন সেলিব্রেটি! কে তিনি? 

প্রকাশিত: ১১:৪০, ৩০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
১০ দিনে একবার গোসল করেন সেলিব্রেটি! কে তিনি? 

নিজেকে পরিষ্কার রাখতে কিংবা সারাদিনের ক্লন্তি দূর করতে গোসলের বিকল্প নেই। কিন্তু একজন সেলিব্রেটি ১০ দিনে একবার মানে মাসে তিনবার গোসল করেন। 

এবার ভক্তদের উদ্দ্যেশ্যে ১০ দিনে একবার গোসলের কারনও জানালেন এই সেলিব্রেটি। মাসে তিনবার গোসল করার কারন দেখিয়ে তিনি যে ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিও ত্রিশ লক্ষবারের ও বেশি দেখা হয়েছে। 
সেই ভিডিওতে তিনি বলেন, পানি এই পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। গোসল করে রোজ তা নষ্ট করার কোনও মানে হয় না । তাই পানি বাঁচাতেই তিনি ১০ দিনে এক বার গোসল করেন। 

কিন্তু কে এই সেলিব্রেটি? ২৩ বছরের ওই টিকটক স্টারের নাম আয়দান জানে। টিকটকে তার অনুসারীর সংখ্যা কয়েক লক্ষ। 
আয়গান জানিয়েছেন, গোসল না করেও যথেষ্ট সতেজ থাকেন তিনি। তবে ছোটবেলায় রোজই স্নান করতেন বলে জানিয়েছেন। কিন্তু সম্প্রতি সেই অভ্যাস ছেড়ে দিয়েছেন। তবে নতুন অভ্যাসে শরীরে কোনও অসুবিধা হচ্ছে না বলেই দাবি তাঁর। কিন্তু রোজ গেসাল করলে গায়ে গন্ধ হয় না? নোংরা জমে না? 

টিকটকে তাঁর অনুসারীরা এই সব প্রশ্ন করেছিলেন। তার জবাবে আদিয়ান জানিয়েছেন, দৈনন্দিন যে কাজ করেন তিনি তাতে খুব একটা পরিশ্রম হয় না। ঘাম ঝরানোর মতো কোনও কাজই করতে হয় না তাঁকে। তাই স্নান না করলেও ঘামের সমস্যায় ভুগতে হয় না বলেই দাবি তাঁর।
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2