• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকায় অসুস্থ সেই অস্ট্রেলীয় ইউটিউবার

প্রকাশিত: ১৯:২৬, ১৭ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
ঢাকায় অসুস্থ সেই অস্ট্রেলীয় ইউটিউবার

ছবি: লুক ডামান্ট (ফাইল ফটো)

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট পেটের সমস্যায় ভুগছেন বলে এক ভিডিওতে জানিয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এই তথ্য জানান।

ভিডিওতে দেখা যায় তিনি শুয়ে আছেন। তিনি জানান, তিনি খুবই অসুস্থ। মারাত্মক পেটের পীড়ায় ভুগছেন। খাবারের সমস্যা থেকে তার পেটের পীড়া দেখা দিয়েছে। এ ছাড়াও তিনি ঠাণ্ডা, জ্বর ও মাথাব্যথায় ভুগছেন। তাই তিনি নাদির নামের একজনের সঙ্গে কথা বলে হাসপাতালে যান। সেখানে গিয়ে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ভিডিওতে দেখা যায়, তিনি একজনের সঙ্গে কথা বলছেন। হাসপাতালে গিয়ে তিনি ওষুধপত্র বুঝে নিচ্ছেন। এরপর আবার হোটেলে চলে আসেন।

সম্প্রতি এক ব্যক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশে বেড়াতে আসা এই অস্ট্রেলিয়ান ইউটিউবার। ফেসবুক পোস্টে ওই ব্যক্তির সঙ্গে একটি ভিডিও দিয়ে বলেন, বাংলাদেশে এই লোকটিকে পরিহার করুন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: