খুশবুর বিড়াল খুঁজে দিলেই ৫০ হাজার টাকা পুরস্কার

মডেল জায়নাব খুশবু ও তার বিড়াল
নিজের পোষা বিড়ালটি হারিয়ে গেছে। তাই বড্ড মন খারাপ মডেল জায়নাব খুশবুর। বিড়াল খুঁজে পেতে থানায় জিডিও করেছেন তিনি। শুধু তাই নয়, ঘোষণা দিয়ে বলেছেন, বিড়ালটি কেউ খুঁজে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেবেন।
জানা গেছে, খুশবুর বিড়ালটি মঙ্গলবার (২৫ এপ্রিল) রাজধানীর বনানীর বাসা থেকে হারিয়ে গেছে। পরে বিড়ালের সন্ধান চেয়ে বুধবার বনানী থানায় অনলাইনে জিডি করেছে খুশবুর পরিবার। বিড়ালটিকে খুঁজে পেতে সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।
মডেল খুশবুর সাদা রঙের বিড়ালটির নাম সিলভার। ১১ মাস ধরে নিজের পরিবারের সদস্যের মতোই বিড়ালটি পুষছেন খুশবু।
খুশবু জানিয়েছেন, থাইল্যান্ড থেকে তিনি বিড়ালটি আনিয়েছিলেন। এটি খুঁজে পেতে পুলিশসহ সবার সহযোগিতা চেয়েছেন। বিড়ালটির সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: