• NEWS PORTAL

  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অল্প খরচে মালদ্বীপ ভ্রমণ

প্রকাশিত: ১৫:৩০, ৭ মে ২০২৩

আপডেট: ১৪:০৪, ৯ মে ২০২৩

ফন্ট সাইজ
অল্প খরচে মালদ্বীপ ভ্রমণ

বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিয়াসীদের কাছে অন্যতম আকর্ষণ প্রাকৃতিক দ্বীপ সমৃদ্ধ দেশ মালদ্বীপ। হাজারো দ্বীপের নয়নাভিড়াম সৌন্দর্য দেখতে পর্যটকরা প্রায় সারাবছর ভিড় করেন দেশটিতে। তাই স্বল্প খরচে মালদ্বীপ ভ্রমণ করতে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরণের আকর্ষনীয় প্যাকেজ অফার করে থাকে। এর মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স সম্প্রতি দ্বীপ দেশটি ভ্রমণে ২ রাত তিন দিনের একটি আকর্ষনীয় প্যাকেজ অফার করেছে।

ন্যূনতম ৪৩৯৯০ টাকার মালদ্বীপ ভ্রমণ প্যাকেজে ঢাকা-মালদ্বীপ-ঢাকা রিটার্ন এয়ার টিকেট, ২রাত হোটেলে থাকা, বুফে ব্রেকফাস্ট, মালে এয়ারপোর্ট থেকে হোটেলে অত্যাধুনিক স্পিডবোটে পিক-ড্রপ সহ ফ্রি ওয়াই-ফাই সুবিধা। প্যাকেজগুলো টুইন শেয়ার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। টুইন শেয়ারিং ছাড়াও একজন কিংবা বাচ্চা ও শিশুদের জন্যও রয়েছে নানাবিধ প্যাকেজ।

মালে বিমানবন্দর থেকে ২০ মিনিটের দূরত্বে অত্যন্ত জনপ্রিয় দ্বীপ মাফুশি আইল্যান্ডের হোটেল আইকম মেরিনা সি ভিউ, হোটেল ট্রাইটন বিচ, হোটেল ট্রাইটন প্রেসটিজ এন্ড স্প্যা, হোটেল এরিনা বিচ, হোটেল কানি গ্র্যান্ড, হোটেল কানি পাম –এ ন্যূনতম ৪৩৯৯০ টাকার আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে ইউএস-বাংলা।

মালদ্বীপের প্যারাডাইজ আইল্যান্ড রিসোর্ট একটি সুপরিচিত আইল্যান্ড যা পর্যটকদের ভালোলাগার সকল কিছুর কেন্দ্রবিন্দু। ন্যূনতম ৮৯,৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় ফুলবোর্ড, এয়ার টিকেট, এয়ারপোর্ট-রিসোর্ট ট্রান্সফার অন্তর্ভূক্ত।

এছাড়া সি-প্লেনের মাধ্যমে রিসোর্ট-এয়ারপোর্ট ট্রান্সফারে ন্যূনতম ১০১৯৯০ টাকায়  শেয়ারিং ভিত্তিতে বিচ ভিলায় সুন্দরের প্রতীক সান আইল্যান্ডে ফুলবোর্ড প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা। 

মালদ্বীপ ভ্রমণে রাজধানী মালেতে ৩৯৯৯০ টাকায় শেয়ারিং ভিত্তিতে দুইরাত তিন দিনের হোটেল ইউনিমা গ্র্যান্ডে এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফার, বুফে ব্রেকফাস্ট, ঢাকা-মালদ্বীপ রিটার্ণ টিকেটসহ আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে।

ইউএস বাংলার এই আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজগুলো ০৭ মে থেকে ২১ জুন ২০২৩ পর্যন্ত পাওয়া যাবে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: