• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে জেনে নিন  

প্রকাশিত: ০৯:৩৯, ২ জুলাই ২০২৩

আপডেট: ১০:২১, ২ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে জেনে নিন  

ইসলাম মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে মানুষের সকাল থেকে রাতে ঘুমানোর পর্যন্ত প্রতিটি কাজের জন্য রয়েছে সুশৃঙ্খল বিধান। তবে সমাজে প্রচলিত আছে স্বামী সব সময় স্ত্রীর ডান পাশে ঘুমাবে বা অবস্থান করবে। স্ত্রীর ঘুমানো বা চলাফেরা সম্পর্কে ইসলামে যে বিধান রয়েছে চলুন তা জেনেনি।

ইসলামে এমন কোনো নির্দেশনা নেই। স্ত্রী ঘুমানোর সময় স্বামীর ডান পাশে ঘুমাবে এমন কোনো নিয়ম নেই। তবে সব ভালো কাজই ডান দিক থেকে শুরু করতে হয়। এটি সুন্নতও বটে। কিন্তু স্বামী-স্ত্রীর ঘুমানো, একসঙ্গে চলাফেরা কিংবা অবস্থানের সময় বাধ্যতামূলকভাবে স্বামীকে ডান পাশে থাকতে হবে, এটি সঠিক নয়। ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনাও নেই। (বুখারি: ৬৩১৪)

তবে প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নত। কেননা রাসুল (সা.) বলেছেন, বারাআ ইবনু আজিব (রাঃ) বলেন, ‘একদা রাসুল (সা.) আমাকে বললেন, যখন রাতে ঘুমানোর প্রস্তুতি নেবে, তখন সালাতের অজুর ন্যায় অজু করে ডান কাতে শুবে।’ (আবু দাউদ : ৫০৪৬)।

স্বামী-স্ত্রী পরস্পর তাদের সুবিধা অনুযায়ী ডান কিংবা বাম দিকে অবস্থান করতে পারবে। বরং স্ত্রী যে দিকে অবস্থান করলে বা থাকলে নিরাপদে থাকবে এবং চলাচলে সুবিধা হবে, সে দিকে থাকাই উত্তম। আর স্ত্রীকে এ নিরাপত্তা ও সুবিধা দেয়া স্বামীর একান্ত দায়িত্ব এবং কর্তব্য।

স্ত্রী যদি অসুস্থ হয়, গর্ভবর্তী হয় কিংবা শত্রুর ভয়ে ভীত হয়; তবে স্ত্রীর প্রতি খেয়াল বা যত্ন নেওয়া স্বামীর জন্য আবশ্যক। এ অবস্থাগুলোতে চলাফেরা, বসা কিংবা ঘুমানোর সময় স্ত্রীর সুবিধা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। প্রচলিত নিয়মের ব্যতিক্রম হলে স্ত্রীর কোনো গুনাহ হবে না।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2