প্রফেসর হামিদুল্লাহ ভূইয়া মারা গেছেন
প্রফেসর হামিদুল্লাহ ভূইয়া দিদার
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর চেয়ারম্যান প্রফেসর হামিদুল্লাহ ভূইয়া দিদার মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৭ জুন) সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আগামীকাল মঙ্গলবার (১৮ জুন) দনিয়াতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে দুপুর ৩ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের কফিন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আনা হবে।
বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবর স্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই গভীর শোকপ্রকাশ করেছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: