বাংলাভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন

আশরাফ উদ্দিন আহমেদ
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। তিনি স্ত্রী পুত্র কন্যা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি একজন হিসাববিদ ছিলেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী এই হিসাববিদ বাংলাভিশন ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাভিশন পরিবার গভীরভাবে শোকাহত।
মন্তব্য করুন: