• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১১ বছর পর মাতৃভূমিতে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রকাশিত: ২১:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১১ বছর পর মাতৃভূমিতে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

১১ বছর পর দেশে ফিরেছেন দেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

নির্ভরযোগ্য তথ্যসূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।’ এ সময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার জন্মভূমি। এই শহর আমার শহর। দীর্ঘ ১১ বছর পর দেশে আসতে পেরে আমি শুকরিয়া আদায় করছি।’

তিনি আরও বলেন, ‘আইন অঙ্গনে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে জামায়াত নেতা সেলিম উদ্দিন ও আইনজীবী মুহাম্মদ শিশির মনির সেখানে উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2