• NEWS PORTAL

  • শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিখোঁজের একদিন পর বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯:৫১, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৫, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নিখোঁজের একদিন পর বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

বিভুরঞ্জন সরকার

নিখোঁজের একদিন পর দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া এলাকার মেঘনা নদী থেকে উদ্ধার হয়েছে তার মরদেহ।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে কলাগাছিয়া নৌপুলিশ জানিয়েছে, মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখতে তা উদ্ধার করা হয়। যা রমনা থানা থেকে নিখোঁজ ব্যক্তির ছবির সাথে মিল রয়েছে। 

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেন, ৯৯৯ কল পেয়ে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একজন বয়স্ক ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহের সঙ্গে রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির মিল রয়েছে। রমনা থানা নিখোঁজ জিডির সঙ্গে যে ছবিটি পাঠিয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে। ঢাকা থেকে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের পরিবার মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে তারা কনফার্ম করতে পারবো।

এদিকে, রমনা থানা প্রাথমিকভাবে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছবির সাথে মিল পাওয়ার কথা জানিয়েছে। পরিবার ঘটনাস্থলে গিয়ে সনাক্ত করলে পরবর্তী আইনী কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার নিখোঁজ হলে রাজধানীর রমনা থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়। আজকের পত্রিকার জ্যৈষ্ঠ সরকারি সম্পাদক বিভুরঞ্জন সরকার ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। তাঁর পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2