• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও কোনো নির্বাচনে যাবেন না বিএনপি: ফখরুল

প্রকাশিত: ১৮:৫৫, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও কোনো নির্বাচনে যাবেন না বিএনপি: ফখরুল

ছবি: সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, শুধু বেগম খালেদা জিয়াকে অসুস্থ রেখে নয়, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও বিএনপি কোনো নির্বাচনে যাবেন না। বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও নিন্দা জানান, বিএনপি মহাসচিব। 

সোমবার (৩ অক্টোবর) দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কোনো শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন না এটা তার পরিবারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারাগারে আটকে রেখেছে।

চিকিৎসায় বাধা দেয়া সংবিধান লংঘন ও বেআইনি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপি গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে, বাধা এলে গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করা হবে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: