ডামি প্রার্থী দিয়ে পাতানো নির্বাচন করছে সরকার: রিজভী

নির্বাচন বর্জনের দাবিতে উত্তরায় রাজউক কলেজের সামনে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে বিএনপির এই নেতা বলেন, জনগণের সাথে প্রতারণা করে ডামি প্রার্থী দিয়ে একটি পাতানো নির্বাচন করছে সরকার।
তিনি আরও বলেন, জনগণ সাত জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কেউ তামাশার নির্বাচনে ভোট দিতে যাবে না।
রুহুল কবির রিজভি আরো বলেন, শান্তিপূর্ণ রাজনীতিতে গণতন্ত্র ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য। জনগণই ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: