বিএনপি আর কখনো সচল হবে না: ড. হাছান মাহমুদ
নেতৃত্বের পরিবর্তন ছাড়া বিএনপি আর কখনো সচল হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রামের বোয়ালখালীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমেদের স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, আপনারা লিফলেট বিতরণ করেন, পেট্রোল, বোমা বিতরণ করবেন না। সেটা করলে উচিত শিক্ষা দেওয়া হবে।
সভায় পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘দেশ-বিদেশের অনেকে ঠেলেও বিএনপিকে চালু করতে পারেনি। ব্যাটারি পরিবর্তন করা ছাড়া তা সম্ভব নয়। ব্যাটারি থাকে লন্ডনে, ব্যাটারি ওটা ফেলে দিতে হবে। ব্যাটারি না পাল্টালে এই গাড়ি কোন দিন চালু হবে না। স্মরণ সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।’
বিভি/এইচএস
মন্তব্য করুন: