• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে: রিজভী

প্রকাশিত: ১৩:৪০, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে দুর্ভিক্ষ চলছে। রাস্তাঘাটে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। আওয়ামী নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা ধনী হয়েছে। জনগণকে অনাহারে রেখে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আবার দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা করছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) নয়াপল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী এসব বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ টার্গেট করে করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট করছে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধীনতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের কারাগারে রেখে নির্যাতন করে বর্বর নির্বাচন করেছে সরকার। 

রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার সাহায্য করছে ভারত। আমাদের ভোটাধিকারে হস্তক্ষেপ করেছে ভারত। যারা বাংলাদেশের জনগণকে অসম্মান করে তাদের পণ্য কেনো কিনব? তারা সীমান্তে নির্বিচারে হত্যা চালায়।

তিনি বলেন, ভারতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। প্রভু হতে চায়। বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দিবো না
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2