• NEWS PORTAL

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সরকারের সমালোচনা করলে কারোর নিস্তার নেই: রিজভী

প্রকাশিত: ১৪:০৫, ১৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
সরকারের সমালোচনা করলে কারোর নিস্তার নেই: রিজভী

সরকারের সমালোচনা করলে কারোর নিস্তার নেই বলছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, কোনো পেশার মানুষই ক্ষমতাসীনদের কাছে নিরাপদ নয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ সব কথা বলেন। তিনি অভিযোগ করেন, দেশে এখন এক দলীয় শাসনের চূড়ান্ত অবস্থা।গুম, খুন-গুপ্ত হত্যা বাড়ছে

রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে কব্জায় নিয়ে বিরোধীদের সাজা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে ভোটের জন্য যেতে হয় না বলেই যা তা করছে ক্ষমতাসীনরা। নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। 

বিভি/রিসি

মন্তব্য করুন: