• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

কারো সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৫:২৬, ১৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
কারো সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো সাথেই যুদ্ধ চায় না বাংলাদেশ। তবে মিয়ানমার বাংলাদেশের ভূখণ্ডে আঘাত করতে এলে পাল্টা জবাব দেয়া হবে। 

তিনি আরো বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠান এখন নখদন্তহীন সংস্থায় পরিণত হয়েছে। তাদের কথা কেউ শোনে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেন্টমার্টিনে মিয়ানমার সেনাবাহিনীর উস্কানি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে তার জবাব দেয়ার প্রস্ততি আছে। ওবায়দুল কাদের আরো বলেন, মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশে সীমান্ত খুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক চাপে আছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বাড়তি চাপ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2