• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা: ফখরুল

প্রকাশিত: ১৪:০৫, ২৬ জুন ২০২৪

আপডেট: ১৪:৪৯, ২৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় জীবনহানির আশঙ্কা: ফখরুল

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায়, ১ জুলাই মহানগর এবং ৩ জুলাই জেলা শহরে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, যে কোনো সময় তার জীবনহানি হতে পারে।

এমন মামলায় অন্যরা মুক্তি পেলেও আদালতের দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়া সামনে আসলে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সম্ভব হবে না দাবি করে ফখরুল জানান, তার মুক্তিই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। এ সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার সহযোগিতা না পাওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো বেগবান করা হবে। 

বিভি/রিসি

মন্তব্য করুন: