• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতাও থাকবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৮:০১, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সহযোগিতাও থাকবে: মির্জা ফখরুল

ছবি: মির্জা ফখরুল

ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ জুলাই) কারাবন্দি দলের দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দুই নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী দুজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিক ভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ওষুধ, ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণর আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে সরকার। হত্যা নির্যাতনের পরও ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক, প্রকৌশলী, কবি সাহিত্যিক. শিল্পী সহ সাধারণ মানুষ। গণ জাগরণ শুরু হয়েছে। আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। 

বিভি/এমআর

মন্তব্য করুন: