রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ ও মিছিল
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চাই, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। রবিবার (৪ আগস্ট) রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন।
খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় বাহাউদ্দিন নাছিম আশা করেন শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে এগিয়ে নিয়ে যাবে দেশকে।
প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চলছে। বলেন, আন্দোলন চলবে যতদিন তাদের নিমুল করতে না পারবো। শেষ রক্তবিন্দু দিয়ে কৃষিবিদরা পাশে থাকবে শেখ হাসিনার। এসময় কৃষি মন্ত্রণালয়ের কর্মকতা কর্মচারীরা শান্তি সমাবেশে যোগ দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: