শিল্পাঞ্চলে অস্থিরতা নাকি ষড়যন্ত্র, খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। সেইসঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি-লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জমান এবং আব্দুল লতিফও নিহত হন। হতাহতদের স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি।
অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার গোটা শিক্ষাব্যবস্থা ধংস করেছে। বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার তাগিদও দেন তিনি।
শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন, কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না। তবে, শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক।
বিভি/টিটি
মন্তব্য করুন: