• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেন ভোলা-বরিশাল সেতু হবে না, প্রশ্ন সারজিসের

প্রকাশিত: ১৭:১২, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কেন ভোলা-বরিশাল সেতু হবে না, প্রশ্ন সারজিসের

ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শহরের বাংলাস্কুল মোড়, কে জাহান মার্কেট, মাহজান পট্টি এবং চকবাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে জুলাই আন্দোলনের ঘোষণা পত্রের লিফলেট বিতরণ করেণ এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর তিনি ভোলা সদরের ইলিশ চত্বরে আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা ভোলাবাসীর প্রাণের দাবিগুলো সরকার পর্যন্ত পৌছে দেব। যে ভোলায় গ্যাস উৎপাদন হয় সে ভোলার মানুষ কেনো গ্যাস পাবে না। যে ভোলা থেকে একজন মুমূর্ষু রোগী বরিশাল যেতে যেতে মারা যায় সে ভোলায় কেনো মেডিকেল হাসপাতাল হবে না? কেন ভোলা-বরিশাল সেতু হবে না?

এর আগে সারজিস আলম জুলাই আন্দলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন ও তার কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান।

এর পর তিনি ভোলার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2