• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ড. ইউনূসের হাত ধরেই স্বচ্ছ নির্বাচন হবে: সারজিস

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ড. ইউনূসের হাত ধরেই স্বচ্ছ নির্বাচন হবে: সারজিস

ছবি: বক্তব্য রাখছেন সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন ড. ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে। আলাদা সরকারের প্রয়োজন নেই। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভলপমেন্ট ইয়ুথ সামিট সিজন-তিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আরো বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে তা হল গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি। 

বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময়ই জাতীয় ঐক্যের চিন্তা করেছেন এবং সেটি তিনি ধারণ করেন। রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোন বিষয়ে। এটাই সৌন্দর্য, এটাই গণতন্ত্রের চর্চা বলে মনে করেন সারজিস আলম।  

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2