• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে: ইঞ্জিনিয়ার ইশরাক

প্রকাশিত: ২০:৩২, ২৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে: ইঞ্জিনিয়ার ইশরাক

নির্বাচনের তারিখ পিছিয়ে দিয়ে একটি তৃতীয় পক্ষ প্রবেশ করতে পারে কিনা, তেমনই একটি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, প্রায়ই শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার এবং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টাসহ নতুন নতুন ইস্যু সামনে আনা হচ্ছে। এই ধরণের চক্রান্ত রুখে দিতে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

সোমবার (২৪ মার্চ) ডেমরা স্টাফ কোয়ার্টারে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে ইশরাক হোসেন এসব কথা বলেন।

বিএনপির এই তরুণ নেতা বলেন, যদি একটি নির্বাচন হয় তাহলে জাতীয়তাবাদী বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এরজন্য একটি পক্ষ দেশকে অস্থিতিশীল দেখিয়ে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। যদি এই চক্রান্ত সফল হয় বাংলাদেশের পরিনতি হবে মিয়ানমার ও উত্তর কোরিয়ার মতো।

আওয়ামী লীগের বিচার নিয়ে ইশরাক হোসেন বলেন, খুনি হাসিনার কেউ যদি বিচার চায় তা সর্বোচ্চভাবে শাস্তি নিশ্চিতে অগ্রনী ভূমিকা পালন করতে পারে বিএনপি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2