ইশরাক হোসেনের গেজেট প্রকাশ নিয়ে যা বললো নির্বাচন কমিশন

ছবি: ফাইল ফটো
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট জারি করা প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আদালতের রায়ে ১০ দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা ছিলো। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও দ্রুততম সময়ের মধ্যে তা না পাওয়ায় মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইসি গেজেট প্রকাশ করে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের বাধ্যবাধকতা ছিলো ১০ দিনের মধ্যে এটার নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি।’
ইসি আবুল ফজল জানান, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। ২৫ এপ্রিল ছিলো দশম দিন শুক্রবার; শনিবার ছুটি। রবিবার ২৭ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করি, রিপ্লাই (জবাব) না পেয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা (গেজেট প্রকাশ) করেছি।’
আরেক প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, নির্বাচন কমিশন রায়ে সংক্ষুব্ধ নয়। তাই আপিল করা হয়নি।
উল্লেখ্য, গত রবিবার (২৭ এপ্রিল) রাতে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
বিভি/এমআর
মন্তব্য করুন: